লখনউ: ‘কিছু মানুষের রামের নামে অ্যালার্জি আছে। মৃত্যুর পরে রাম নাম সত্য হ্যায় বলা হলেও, তারা রামের নাম শুনতে চায় না। অযোধ্যা নিয়েও তাদের আপত্তি আছে। ইন্দোনেশিয়াকে দেখে এই ব্যক্তিদের শিক্ষা নেওয়া উচিত। মুসলিম-প্রধান দেশ হলেও, ইন্দোনেশিয়া রামের ঐতিহ্য নিয়ে গর্বিত।’ এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের বিধান পরিষদে বাজেট নিয়ে আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, হিন্দুরা যে স্থানটিকে রামের জন্মভূমি বলে বিশ্বাস করেন, সেই অযোধ্যাকে এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকার অযোধ্যায় নদীর ঘাটগুলির সংস্কারের কাজ শুরু করেছে। রাম সংগ্রহশালাও তৈরি করা হবে। রামায়ন সার্কিট প্রকল্পের আওতায় অযোধ্যা থেকে সীতামারি পর্যন্ত চার লেনের রাস্তা তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পূর্বতন সরকারকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেছেন, উত্তররপ্রদেশের সমাজবাদের দরকার নেই, জাতীয়তাবাদ দরকার। সাম্যই জাতীয়তাবাদের লক্ষণ। বিজেপি সরকার জাত বা ধর্ম না দেখে সবার উন্নয়নের জন্য কাজ করছে। সমাজবাদী পার্টি দাবি করে, তারা রাম মনোহর লোহিয়ার আদর্শ অনুসরণ করে। এই নেতার নামও শুরু হচ্ছে রাম দিয়ে। কিন্তু তা সত্ত্বেও রামের ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়ার বদলে লজ্জিত বোধ করে সমাজবাদী পার্টি।