নয়াদিল্লি:  কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সবচেয়ে বেশি হয়রান হতে হয়েছে দেশের আমজনতা এবং কৃষকশ্রেণীকে। তাঁদের সমস্যা সমাধানে উদ্যোগী কেন্দ্র, আরবিআইকে আর্জি জানানো হয়েছে দেশের ডাকঘরগুলোতে যেন পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়। প্রসঙ্গত, গ্রামের গরীব এবং কৃষক সম্প্রদায়ের হাতে যেন পর্যাপ্ত নগদ থাকে, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এছাড়াও, ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ড লেনদেনে চার্জ মকুব করার সিদ্ধান্ত। টোল প্লাজায় ডিজিটাল পেমেন্টে জোর। সব ধরনের ফোন থেকে লেনদেনে পরিষেবা কর মকুব কেন্দ্রের। সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থায় করাতে তত্পরতা ।

কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস আজ এক সাংবাদিক বৈঠক করে এগুলো ঘোষণা করেন।  দেশের প্রায় দেড় লক্ষ ডাকঘরে অবিলম্বে পর্যাপ্ত পরিমাণের নগদ টাকা সরবরাহ করা হবে। তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে আরবিআই, ব্যাঙ্কগুলোকে এবং নাবার্ডকে এক নির্দেশিকার মাধ্যমে বলা হয়েছে গ্রামের সমবায় ব্যাঙ্কগুলোতে যথেষ্ট পরিমাণ নগদ টাকা সরবারহ করতে। অর্থের যোগান পর্যাপ্ত রাখতে হবে, যাতে কৃষকরা ঋণ এবং নগদে টাকা নিতে পারে কৃষিকাজের জন্যে।

কেন্দ্রীয় অর্থসচিব জানিয়েছেন, গ্রামের কৃষকশ্রেণীকে সাহায্য করতে, ব্যাঙ্কিং পরিষেবা এবং পেমেন্ট পদ্ধতিটি ডিজিটালাইজড করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে কেন্দ্রের তরফে।

চাষের কাজে কৃষিঋণের যোগান পর্যাপ্ত পরিমাণের রাখতে এরমধ্যেই নাবার্ড বিভিন্ন জেলার সমবায় ব্যাঙ্কগুলোয় একুশ কোটি টাকা পাঠিয়েছে।