নয়াদিল্লি: ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গাঁধী। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ কথা জানিয়েছেন। ৬৯ বছর বয়সি কংগ্রেস সভানেত্রী ভাইরাল জ্বরে কাবু হয়ে পড়ায় তাঁকে ডাক্তাররা চিকিত্সা করাতে বলেছেন বলে সূত্রের খবর। সেইমতো তাঁকে আজ রাজধানীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। সুরজেওয়ালা বলেছেন, কংগ্রেস সভানেত্রীর ভাইরাল জ্বর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে। সংসদে শীঘ্রই নিজের কাজ ফের শুরু করবেন তিনি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।


সনিয়া গত আগস্টেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। বারাণসীতে দলের রোড শো কর্মসূচির মধ্যেই শরীর খারাপ হয়ে পড়ায় তিনি  সেখান থেকে চলে আসেন। তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয় কয়েকদিন।