নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ২৭-তম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে নয়াদিল্লির বীরভূমিতে শ্রদ্ধা জানালেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সুশীল কুমার শিন্ডে সহ আরও অনেকে রাজীবকে শ্রদ্ধা জানান।



ট্যুইট করে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাহুল জানিয়েছেন, ‘বাবা আমাকে শিখিয়েছিলেন, ঘৃণা একটি কারাগারের মতো। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে এই শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ভালবাসা ও শ্রদ্ধা করতে শেখানোই এক ছেলেকে তার বাবার দেওয়া সবচেয়ে মূল্যবান শিক্ষা।’