বারাণসী: রোড শো চলার মধ্যেই আচমকা অসুস্থ বোধ করায় মঙ্গলবার বিকালে তড়িঘড়ি সেখান থেকে চলে যেতে হল সনিয়া গাঁধীকে। বারাণসীতে আট কিমি যাত্রাপথের প্রায় শেষ প্রান্তে শরীর খারাপ হওয়ায় দিল্লি রওনা হয়ে যান কংগ্রেস সভানেত্রী। ঠিক ছিল, রোড শো শেষ করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন তিনি। কিন্তু সেই কর্মসূচি বাতিল করতে হয় বলে কংগ্রেস সূত্রের খবর।


 

তারা জানিয়েছে, সনিয়া ভাইরাল জ্বরে ভুগছেন। কিন্তু তা সত্ত্বেও শেষ মূহূর্তে কর্মসূচি বাতিল না করে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রে রোড শো-য়ে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন। ভাল সাড়াও পান তিনি আজ। সার্কিট হাউস থেকে ইংলিশিয়া লাইন পর্যন্ত যাত্রাপথে প্রায় তিন ঘণ্টা পথ পরিক্রমার পর লোহুরাবির এলাকায় রোড শো থামে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যান সনিয়া। তাঁকে ছাড়াই রোড শো বাকি পথটুকু পেরিয়ে যায়।

প্রসঙ্গত, মোদী ২০১৪-র মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই সনিয়ার বারাণসীতে প্রথম সফর।