শনিবার আসন রফা নিয়ে আলোচনা প্রায় ভেস্তেই গিয়েছিল বলা যায়। দু পক্ষই যার যার দাবি করা আসন সংখ্যা থেকে একচুলও সরতে রাজি হয়নি। বাবা মুলায়ম সিংহ যাদবের প্রভাব খর্ব করে দলে নিজের নিরঙ্কুশ কর্তৃত্ব কায়েম করা অখিলেশ সিংহ যাদব কংগ্রেসকে মাত্র ৯৯টি আসন ছাড়তে রাজি ছিলেন। কিন্তু রাহুল গাঁধীদের সাফ কথা, ১২০টির নীচে কোনও রফাই হবে না। এই অবস্থায় যেহেতু মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই আলোচনাপর্ব দ্রুত গুটিয়ে ফেলতে চাইছিল সপা। সর্বোচ্চ নেতৃত্বও চাইছিল না, আলোচনার অবকাশে সময় গড়িয়ে যাক। গতকাল সপা-র নরেশ আগরওয়াল ইঙ্গিত দেন, জোট হচ্ছে না। তাঁরা অন্তত ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
কিন্তু তিনি যা-ই বলুন, অনড় অবস্থান বজায় রেখেও পাশাপাশি কংগ্রেসের সঙ্গে ব্যাক চ্যানেলে যোগাযোগ চলছিল অখিলেশের। কংগ্রেসের গুলাম নবি আজাদও ইঙ্গিত দেন, তাঁরা হাল ছাড়ছেন না। শেষ পর্যন্ত আসরে নামেন সনিয়া গাঁধী। তাতেই কাজ হয়। রফায় সম্মত হয় দুপক্ষই। কংগ্রেসকে ১০৫টি আসন ছাড়তে রাজি হয়ে যান অখিলেশ।
এদিকে কংগ্রেস-সপা রফায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুদলের জোটকে 'পূর্ণ সমর্থন' করবেন বলে ট্যুইট করে জানিয়েছেন তৃণমূল নেত্রী।