বারাণসী: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারে গতকাল বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রী অনুমতি না নিয়েই রোড শো করেছেন, এই দাবি তুলে টাউন হল ঘেরাও করেন সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকরা। জোট শরিক কংগ্রেস একই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং সপা-কেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ। রাহুল গাঁধী ও অখিলেশ যাদবের যৌথ রোড শো টাউন হল থেকে ঢিল ছোঁড়া দূরত্ব দিয়ে যায়। সেই সময় সপা কর্মীরা টাউন হল ঘিরে ফেলে স্লোগান দিতে থাকেন। তাঁরা দাবি করেন, প্রধানমন্ত্রীর দুটি মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বিনা অনুমতিতে খোলা গাড়িতে চড়ে রোড শো করেন। এই অভিযোগে সপা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। পুলিশ কোনওক্রমে দু পক্ষকে শান্ত করে। এরপর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
‘বিনা অনুমতিতে’ মোদীর রোড শো, ঘেরাও সপা-র, নির্বাচন কমিশনে কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2017 01:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -