নয়াদিল্লি: নয়া ‘পলাতক আর্থিক অপরাধী’ অর্ডিন্যান্সের মাধ্যমে লিকার ব্যারন বিজয় মাল্যকে নোটিস পাঠাল বিশেষ অর্থপাচার বিরোধী আদালত। তাঁকে ২৭ অগাস্ট হাজির হতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতে এই নোটিস দিয়েছে আদালত। মাল্যকে পলাতক অপরাধী ঘোষণা করা এবং তাঁর ১২,৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই আবেদন গৃহীত হয়েছে।
মঙ্গলবারই মাল্য জানিয়েছেন, তিনি ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ঋণ পরিশোধ করতে চান। এই লিকার ব্যারন আরও জানিয়েছেন, তিনি সম্পত্তি বিক্রি করে ঋণ ফেরত দিতে চাইছেন। তাই তাঁকে পলাতক অপরাধী ঘোষণা করা উচিত নয়। তিনি ভারতে ফিরতে চান। ২০১৬-র ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি লিখেও তিনি জবাব পাননি বলে দাবি করেছেন মাল্য। বুধবার ট্যুইট করে তিনি জানিয়েছেন, ১৩,৯০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির জন্য কর্ণাটক হাইকোর্টের অনুমতি চেয়েছেন।
২৭ অগাস্ট হাজিরার জন্য বিজয় মাল্যকে সমন পাঠাল অর্থপাচার বিরোধী আদালত
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jun 2018 07:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -