পাতিয়ালা: পঞ্জাব জয়ের পর ক্যাপ্টেন অমরিন্দর সিংহ জানালেন, মাদক সমস্যা রুখতে একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করবে তাঁর সরকার। পাশাপাশি আরও বেশি করে বিনিয়োগ টানা হবে রাজ্যে।


গতকালই অকালি-বিজেপির ১০ বছরের শাসনে ইতি টেনে পঞ্জাবে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে দলীয় নেতা কর্মীদের একমাত্র পছন্দ ক্যাপ্টেন তাঁর এই নয়া ইনিংস নিয়ে ভরপুর আত্মবিশ্বাসী। ১১৭টি বিধানসভা আসনের মধ্যে ৭৭টি জিতে নিয়ে তিনি জানাচ্ছেন, রাজ্যের যুব সমাজের মধ্যে মাথা তোলা ড্রাগ সমস্যার মোকাবিলা করা তাঁর প্রথম কাজ। এছাড়া বিনিয়োগ আরও বেশি করে টানতে হবে, যাতে বাড়বে কর্মসংস্থান। এ জন্য রাজ্যের শিল্পনীতি আরও বিনিয়োগমুখী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এছাড়া শতদ্রু-যমুনা লিঙ্ক বা এসওয়াইএল ক্যানাল প্রসঙ্গে অমরিন্দরের বক্তব্য, পঞ্জাব যাতে তার প্রয়োজনমত জল পায়, তা আগে নিশ্চিত করতে হবে। পঞ্জাবের নিজের যদি জল না থাকে, তবে অন্যত্র দেওয়ার প্রশ্নই ওঠে না। হরিয়ানার তুলনায় পঞ্জাবে কৃষিজমি বেশি থাকলেও জলের সংস্থান কম বলে তিনি জানিয়েছেন।

বর্ষীয়াণ এই নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাজ্যে রাজ্যে আঞ্চলিক নেতাদের গুরুত্ব বাড়ানো জরুরি, কারণ এই আঞ্চলিক নেতারাই মানুষের মধ্যে পরিচিত হন।

দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোয় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিটি পূরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।