ইন্দৌর: আত্মঘাতী হলেন মধ্যপ্রদেশের আধ্যাত্মিক গুরু ভাইয়ু মহারাজ। নিজের বাসভবনে গুলি করে আত্মঘাতী হন তিনি।


ইন্দৌরের ডিআইজি এইচ সি মিশ্র বলেন, গুলির আওয়াজ শুনতে পেয়েই, ছুটে আসেন বাড়ির বাকি সদস্য ও ভক্ত-অনুগামীরা। সঙ্গে সঙ্গে ৫০-বছরের ‘গডম্যান’-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়েই, হাসপাতালের সামনে জড়ো হন প্রচুর ভক্ত-সমর্থকরা।


প্রসঙ্গত, ভাইয়ু মহারাজের আসল নাম হল উদয় সিংহ দেশমুখ। তিনি হলেন পাঁচ ‘সন্ত’-দের অন্যতম যাঁদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান গত এপ্রিল মাসে প্রতিমন্ত্রীর পদ  দিয়েছিলেন। যদিও, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভাইয়ু মহারাজ। জানিয়েছিলেন, একজন সন্তের কাছে পদের কোনও গুরুত্ব নেই।


ভাইয়ু মহারাজের ভক্তরা জানান, আধ্যাত্মিক জীবন শুরু করার আগে মডেলিং করেছিলেন তিনি। বর্তমানে, তাঁর অনুগামীর তালিকায় রয়েছে বহু রাজনৈতিক নেতা ও সিনেতারকা। দেবেন্দ্র ফঢ়ণবীশ সহ মহারাষ্ট্রের প্রায় সকল মুখ্যমন্ত্রী তাঁর আশীর্বাদ চাইতে যান। এমনকী, তাঁর ভক্ত-তালিকায় ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলও।