রাজ বলেছেন, গোটা দেশে নীরব মোদীর খবর নিয়ে আলোচনা হচ্ছিল। সে সময় সামনে এল শ্রীদেবীর মৃত্যুর ঘটনা। আসল ইস্যু থেকে মানুষের নজর সরানোর জন্য তা নিয়ে হইচই শুরু হল। শ্রীদেবী ভাল অভিনেত্রী ছিলেন কিন্তু তিনি দেশের জন্য এমন কী করেছেন যে তাঁর দেহ তেরঙায় ঢাকা হল। শুধু এ কারণে, যে উনি পদ্ম পুরস্কার পেয়েছেন!
তাঁর আরও অভিযোগ, এখনকার সংবাদমাধ্যমের ওপর সরকারি চাপ রয়েছে। সরকারের অ্যাজেন্ডাই চালাচ্ছে তারা। শ্রীদেবীর মৃত্যুর ওপর যত খবর দেখানো হয়েছে, তা বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে দেখানো হয়নি।
তাঁর আরও মত, অক্ষয় কুমারের টয়লেট-এক প্রেম কথা ও প্যাডম্যান ছবিদুটি সরকারি প্রকল্পের প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। অথচ অক্ষয় ভারতীয় নাগরিকই নন, তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে।