শ্রীনগর: কাশ্মীরে খুন সাংবাদিক। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত সুজাত বুখারি নামে ওই সাংবাদিক ছিলেন রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক। শ্রীনগরে আজ সন্ধ্যায় সংবাদপত্রের কার্য্যালয়ের বাইরেই তিনি আক্রান্ত হন। নিহত হয়েছেন তাঁর পাহারায় থাকা ব্যক্তিগত দেহরক্ষীও (পিএসও)। বুখারি একটি ইফতার পার্টিতে যাবেন বলে লালচকের প্রেস এনক্লেভে দপ্তরের বাইরে বেরতেই হামলা হয় তাঁর ওপর। গুলিবিদ্ধ হন তিনি ও তাঁর পিএসও। গুলিতে জখম হয়েছেন আরেক পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিকও। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে খবর।


হামলাকারীদের সংখ্যা জানা যায়নি এখনও।

৫০ এর কোঠায় পৌঁছনো বুখারি সন্ত্রাস ও হিংসাকবলিত রাজ্যে শান্তি স্থাপনের প্রয়াসে একাধিক সম্মেলনের পিছনে উদ্যোগ নিয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে ট্র্যাক টু প্রক্রিয়াতেও তিনি সামিল ছিলেন।




রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ট্যুইট বার্তায় বলেছেন, তিনি বুখারির আকস্মিক প্রয়াণে হতবাক, মর্মাহত। সন্ত্রাসের কুত্সিত মুখটা ঈদের আগে মাথা তুলল। এমন নির্বিচার হিংসার কঠোর নিন্দা করছি, ওনার আত্মার শান্তি কামনা করছি। ওঁর পরিবারের প্রতি রইল আমার গভীরতম শোক।
পাশাপাশি তিনি লিখেছেন, বুখারির হত্যাকাণ্ডে ফের আঘাত হানল সন্ত্রাসবাদ, তাও আবার ঈদের প্রাক্কালে। আমাদের সকলকে একজোট হতে হবে সেইসব শক্তির বিরুদ্ধে যারা আমাদের শান্তি ফেরানোর প্রয়াসকে বাধা দিতে চায়। তবে ন্যায়বিচার আসবেই।