নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের প্রার্থনাগৃহে বিতর্কিত স্লোগান লেখার অভিযোগ নিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেল। এনএসইউআই-এর দাবি, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে দিতে চাইছে এবিভিপি। যদিও এই ঘটনার সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করে এবিভিপি-র পাল্টা দাবি, সস্তা রাজনীতি করছে এনএসইউআই।


সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র সংসদের সভাপতি সাই আশীর্বাদ জানিয়েছেন, শুক্রবার দেখা যায়, প্রার্থনাগৃহের সদর দরজায় লেখা ‘মন্দির ইয়েহি বনেগা’। প্রার্থনাগৃহের পিছন দিকে যেখানে ক্রুশ আছে, সেখানে লেখা ছিল ‘আই অ্যাম গোয়িং টু হেল’। সেইসঙ্গে ‘ওঁ’ চিহ্নও আঁকা ছিল। গতকাল স্লোগানগুলি মুছে ফেলা হয়।

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এনএসইউআই-এর মিডিয়া ইনচার্জ নীরজ শর্মা বলেছেন, ‘সেন্ট স্টিফেন্স কলেজ উন্নতমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে। যে তরুণরা নীতি নির্ধারণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছেন, তাঁদের তৈরি করেছে এই কলেজ। এই ঘটনায় শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানের আদর্শই নয়, ভারতের মূল নীতিতেও আঘাত লেগেছে। এই ঘটনা নিন্দনীয়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এবিভিপি-র দিল্লির রাজ্য সম্পাদক ভরত কুমার বলেছেন, ‘আমরা এই ঘটনার নিন্দা করছি। উত্তেজনা তৈরির লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘুদের উস্কানি দেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করতে হবে। তাদের কোনওভাবেই রেহাই দেওয়া উচিত নয়।’