জানা গেছে, স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ সিংহ গৌড়ের ছেলে তথা হিন্দ রক্ষক সংগঠন নামে হিন্দুত্ব সংগঠনের প্রধান একলব্য গৌড় ও এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।এরই ভিত্তি এফআইআর দায়ের হয় এবং ওই স্ট্যান্ডআপ কমেডিয়ানদের গ্রেফতার করা হয়েছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, গৌড় তাঁর অভিযোগে বলেছেন, তিনি ও সঙ্গীরা অনুষ্ঠানে গিয়েছিলেন দর্শক হিসেবে। সেখানেই ওই কমেডিয়ানরা অভব্য মন্তব্য করেন।
তুকোগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কমলেশ শর্মা বলেছেন, শুক্রবার রাতে এ ব্যাপারে গুজরাতের জুনাগড়ের বাসিন্দা স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও ইন্দোরের চার জনের বিরুদ্ধে একলব্য সিংহ গৌড়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। অভিযোগকারী ওই কমেডি শো-র বিতর্কিত ভিডিও ফুটেজেও জমা দিয়েছেন।
ওই কমেডিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অমদার্যাদা করে কোনও শ্রেণীর ধর্মীয় ভাবাবেগ আহত করতে উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক কাজ)ধারায় মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে ২৬৯ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌড় জানিয়েছেন, টিকিট কেনে তিনি ও তাঁর সঙ্গীরা ওই কমেডি শো-তে গিয়েছিলেন। ফারুকি প্রধান কমেডিয়ান ছিলেন। অভব্য মন্তব্যের মাধ্যমে শো-তে হিন্দু দেব-দেবীদের নিয়ে উপহাস করা হয় বলে গৌড়ের অভিযোগ। তিনি আরও দাবি করেছেন, গোধরার ঘটনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামও ওই শো-তে আপত্তিকরভাবে উল্লেখ করা হয়।
গৌড় বলেছেন, এ ধরনের মন্তব্য চলতে থাকায় তাঁরা ভিডিওতে রেকর্ড করেন এবং দর্শকদের ক্যাফে থেকে বের করে এনে শো বন্ধ করে দেন। এরপর কমেডিয়ান ও আয়োজকদের ধরে তুকোগঞ্জ থানায় তাঁরা নিয়ে যান।
গৌড়ের আরও অভিযোগ, কমেডি শো-তে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিও উপেক্ষা করা হয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই শো-র আয়োজন করা হয়েছিল।
তিনি বলেছেন, প্রায় ১০০ দর্শক ক্যাফের ছোট একটি হলে বলে শো দেখছিলেন।