৬-৭ বছর ধরে আম্রপালি নির্মাতা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকার পর ধোনি গতকালই সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। ওই সংস্থার তৈরি নয়ডার ফ্ল্যাটে ঢোকার পরও তারা প্রতিশ্রুতি মেনে তার কাজ শেষ না করায় সম্প্রতি ক্ষুব্ধ গ্রাহকরা ধোনিকে ট্যুইটারে ট্রোল করে বলেছিলেন, হয় তিনি আম্রপালিকে প্রতিশ্রুতি মানতে বাধ্য করুন, নয়ত তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ ছাড়ুন! ধোনি গ্রাহকদের ক্ষোভ উপলব্ধি করে গতকালই আম্রপালি থেকে নিজেকে সরিয়ে নেন। প্রতিশ্রুতি পালনের দায় গৃহনির্মাণ সংস্থার, এ কথাও বলেন।
আর আম্রপালির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন হরভজনও। ট্যুইট করে বলেছেন, ওয়েল ডান @ এমএসধোনি #আম্রপালি বিল্ডার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ ছাড়ায়। ২০১১-র বিশ্বকাপ জয়ের পর ওরা আমাদেরও ভিলা দেবে বলে ঘোষণা করলেও দেয়নি।
এদিকে এবিপি আনন্দ-কে আম্রপালির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অনিল শর্মা বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এখন আর রিয়েল এস্টেট গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। তিনি বলেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।
হরভজনের আনা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া দিয়ে তিনি জানান, ভিলা তৈরি আছে। কিন্তু ক্রিকেটারদের কেউই তা গ্রহণ করার জন্য যোগাযোগ করেননি। বলেন, ভিলাগুলি দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেটাররাই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া পূরণ করে তার দখল নেননি।