নয়াদিল্লি: জেটলির বাজেট প্রস্তাবের হাত ধরে জেট গতিতে দৌড়ল শেয়ার বাজার। এক লাফে সেনসেক্স উঠল সাড়ে চারশো পয়েন্টেরও বেশি। নিফটি ১৫৫ পয়েন্ট।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সরলীকরণের পথে কেন্দ্র। চলতি আর্থিক বছরের মধ্যেই ফরেন ইনভেন্টমেন্ট প্রোমোশন বোর্ড এফআইপিবি বা বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ তুলে দেওয়ার ভাবনা মোদী সরকারের। অন্যদিকে, পরিকাঠামো খাতে ৩.৯৬ লক্ষ কোটি বরাদ্দ ঘোষণা। সব মিলিয়ে চাঙ্গা শেয়ার বাজার।
দিনের শেষে ৪৮৬ পয়েন্ট উঠে সেনসেক্স দাঁড়ায় ২৮ হাজার ১৪২ পয়েন্টে। অন্যদিকে, ১৫৫ পয়েন্ট ওপরে উঠে নিফটি দাঁড়ায় ৮ হাজার ৭১৬ পয়েন্টে।
যাঁদের বাৎসরিক টার্নওভার ৫০ কোটি টাকার মধ্যে, সেরকম ছোট ব্যবসায়ীদের কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
পাশাপাশি, ব্যাঙ্কগুলিকেও বাড়তি তহবিল জোগানোর কথা বলেছেন জেটলি। বিশেষজ্ঞদের মতে, আয়কর কাঠামোর বেশি পরিবর্তন না হওয়া বেতনভোগী মধ্যবিত্তকে খুশি করতে না পারলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে। পাশাপাশি, বাজেট প্রস্তাব খুশি করেছে পরিকাঠামো, ব্যাঙ্ক থেকে ছোট ব্যবসায়ীকে।
যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। মঙ্গলবার আশা-আশঙ্কার দোলাচলে দুললেও বুধবার তাই চাঙ্গা সূচক। বেড়েছে ব্যাঙ্ক, পরিকাঠামো সহ বেশ কিছু ক্ষেত্রের শেয়ারের দাম।
বাজেটে চাঙ্গা শেয়ার বাজার, বাড়ল সেনসেক্স-নিফটি সূচক
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2017 09:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -