নয়াদিল্লি: আফসান আশিক কিছুদিন আগেও শ্রীনগরে রাস্তায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া তরুণীদের নেতৃত্ব দিতেন। কিন্তু এই পাথরবাজ মেয়েটিই এখন জম্মু ও কাশ্মীরের মহিলা ফুটবল দলের অধিনায়ক। আফাসান এখন চান, আরও অনেক কাশ্মীরী মেয়েই ফুটবল খেলুক। সেই স্বপ্ন পূরণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর কাছে আর্জিও জানিয়েছেন তিনি। আফসান জানিয়েছেন, তিনি আর পিছনে ফিরে তাকাতে চান না।
জম্মু ও কাশ্মীরের মহিলা ফুটবল দলের অধিনায়ক তথা গোলরক্ষক আফসান এখন জাতীয় পর্যায়ে নজর কেড়েছেন। ভারতীয় মহিলাদের ফুটবল লিগে খেলছেন তিনি। ২৩ বছরের আফসান মুম্বইয়েক একটি ক্লাবের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। তাঁর জীবন নিয়ে বলিউডে একটা সিনেমাও হতে পারে বলে শোনা যাচ্ছে। এই উদ্যোগ নিয়েছেন এক বিশিষ্ট পরিচালক। যদিও তিনি নিজের পরিচয় প্রকাশ করতে নারাজ।
গতকাল মঙ্গলবার ২২ সদস্যের ফুটবল দল, কোচ সতপাল সিংহ কালা এবং ম্যানেজারের সঙ্গে গিয়ে রাজনাথের সঙ্গে দেখা করেছিলেন আফসান। জম্মু ও কাশ্মীরের মহিলা ফুটবল দলের অধিনায়ক জানিয়েছেন, ফুটবল খেলতে উত্সাহী কিশেোরীদের গড়ে তুলতে এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি কাশ্মীরে একটি স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (সাই) গঠনের প্রক্রিয়া শুরুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য চেয়েছেন।
আফসান বলেছেন, আমার জীবন পুরোপুরিই বদলে গিয়েছে। আমি এখন জিততে চাই।রাজ্য ও দেশের গৌরব বাড়ানোর জন্য কিছু করতে চাই।
গতকাল রাজনাথের ডাকেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন আফসানরা। আধঘন্টা বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন, খেলার উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠলে কাশ্মীরের তরুণরা সন্ত্রাসবাদ বা অন্য ধরনের বেআইনি কার্যকলাপের পথে যাবে না। তারা তাদের প্রতিভা সৃষ্টিশীল কাজে নিয়োগ করবে।
আশসান বলেছেন, খেলা সংক্রান্ত পরিকাঠামোর অভাবের কথা শুনেই রাজনাথ সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে ফোন করে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্য প্রদানের আশ্বাস দেন।
আফসানা বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সব ধরনের ভাবেই সাহায্য করছেন এবং মহিলা ফুটবল দলের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর রাখতে রাজ্যের ক্রীড়া সচিবকে নির্দেশ দিয়েছেন।
শ্রীনগরে পাথরবাজ তরুণী আফসান এখন জম্মু ও কাশ্মীর মহিলা ফুটবল দলের অধিনায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2017 01:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -