শিবপুরী: চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। শিবপুরী জেলার সূরওয়া গ্রামের সরকারি হস্টেলের ১৬ জন আদিবাসী ছাত্র দু দিন খেতে না পেয়ে খাবার চেয়ে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হল। স্থানীয় লোকজন তাদের আটা দেন। সেই আটা দিয়ে চাপাটি বানিয়ে খায় ছাত্ররা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে ওই হস্টেলের সুপার রামরতন সোলাঙ্কিকে সাসপেন্ড করা হয়েছে।

আদিবাসী উন্নয়ন বিভাগের জেলা আহ্বায়ক শিবালি চতুর্বেদী বলেছেন, ‘এটা সত্যি যে বাচ্চাদের খাবারের জন্য রাস্তায় ভিক্ষা করতে হয়েছে। আমরা হস্টেলের সুপারকে সাসপেন্ড করেছি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’ শিবালি আরও বলেছেন, এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। যদি হস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।

যে স্বেচ্ছাসেবী সংস্থা হস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল সেই সংস্থার আধিকারিক উধম আদিবাসী বলেছেন, ‘হস্টেল সুপার ১৫-২০ দিন ছিলেন না। তিন দিন আগে খাবার ফুরিয়ে যায়। এরপর থেকেই ১৬ জন ছাত্র খেতে পাচ্ছিল না। হস্টেলের রাঁধুনী তাদের খাবার দিতে অস্বীকার করায় খিদের জ্বালায় বাচ্চারা রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়।’