নয়াদিল্লি: স্করপিন সাবমেরিন তথ্য ফাঁসের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানাল নৌসেনা।

সোমবার নৌপ্রধান অ্যাডমিরাল সুনীল লানবা জানান, অত্যন্ত গুরুত্ব দিয়েই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্য ফাঁস প্রসঙ্গে তদন্ত করার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে প্রতিরক্ষামন্ত্রক।

ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সমাধানসূত্র বের করা হবে। লানবা জানান, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের কাছে ওই কমিটি তাদের রিপোর্ট পেশ করবে।

পাশাপাশি, তদন্ত শুরু করতে সাবমেরিন প্রস্তুতকারী ফরাসি সংস্থা ডিসিএনএস-কে বলা হয়েছে। যদিও নৌপ্রধানের মতে, তথ্য-ফাঁস হওয়ার ফলে ভারতের নিরাপত্তায় কোনও প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, ভারতের জন্য নির্মীয়মাণ ৬টি অত্যাধুনিক স্করপিন সাবমেরিনের কার্যকারিতা ও ক্ষমতা সংক্রান্ত ২২ হাজার পাতার গোপন নথি সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি দৈনিকে ফাঁস হয়ে গিয়েছে। মুম্বইয়ের মাজগাঁও ডকের নৌ-ঘাঁটিতে ডুবোজাহাজগুলি তৈরি করছে ফরাসি সংস্থা ডিসিএনএস।

এদিকে, ভবিষ্যতে যাতে আর কোনও তথ্য না প্রকাশ পায়, তার জন্য অস্ট্রেলিয়ার ওই সংবাদপত্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ডিসিএনএস। একইসঙ্গে, তাদের আর্জি, সংবাদপত্রের হাতে থাকা নথিগুলি যেন ফেরত দেওয়া হয় এবং তাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া তথ্য মুছে ফেলা হয়।