পুরী: স্যান্ড আর্টে সান্তা। পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে ১ হাজার সান্তাক্লজ তৈরি করলেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক। ৪ দিন ধরে  বালি দিয়ে সান্টার মুর্তি নির্মাণ করেছেন সুদর্শন এবং তাঁর ৩৫ জনের দল।  এর মাধ্যমে গোটা বিশ্বে শান্তি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি।





প্রসঙ্গত, সাম্প্রতিককালের সমস্ত ঘটনাই ফুটে ওঠে সুদর্শনের বালি শিল্পে। এ বছরই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই ২৫ ডিসেম্বর সমুদ্র সৈকতে সান্তার প্রতিকৃতি নির্মাণ করে আসছেন তিনি। গত বছর অর্থাত্, ২০১৫ সালে ১০০ টন বালি দিয়ে ৪৫ ফুট লম্বা সান্টা তৈরি করেছিলেন তিনি। যা লিমকা বুক অফ রেকর্ডস্-এ জায়গা করে নেয়।