ভুবনেশ্বর: রোজভ্যালি কর্তার ছেলেকে স্কুলে ভর্তি কাণ্ডে নয়া তথ্য সিবিআই-এর হাতে। সুদীপের সুপারিশেই দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলে গৌতম কুণ্ডুর ছেলেকে ভর্তি করা হয়। পরে স্কুলকে ৭৫ লক্ষ টাকা অনুদান দেন রোজভ্যালি কর্তা। এমনটাই খবর সিবিআই সূত্রে। তদন্তের স্বার্থে নোটিস পাঠিয়ে স্কুলকে সুপারিশ করা সুদীপের চিঠির কপি চাইবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হবে তদানীন্তন স্কুল কর্তৃপক্ষকে, এমনটাই সূত্রের খবর।

এদিকে, আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও তাপস পালকে ফের জেরা সিবিআইয়ের। দুপুরের পর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খ‍বর। সুদীপ দাবি করেন, বিদেশভ্রমণের খরচ তিনি নিজেই মিটিয়েছিলেন। নথি এনে সেই দাবিকেই চ্যালেঞ্জ সিবিআই-এর। সুদীপের বিলাসবহুল গাড়ি কিনতে ২৬ লক্ষ টাকা খরচের অর্ধেক দিয়েছিল রোজভ্যালি, এ সংক্রান্ত তথ্যও মজুত রয়েছে সিবিআই-এর কাছে, এমনটাই সূত্রের খবর।