নয়াদিল্লি: নিখোঁজ হওয়া সুখোই-৩০ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মেলার কয়েক ঘণ্টার মধ্যে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিল ভারতীয় বায়ুসেনা।


তিনদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে তেজপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলে সুখোই-৩০ এমকেআই-এর ধ্বংসাবশেষ।


বায়ুসেনা সূত্রে খবর, হেলিকপ্টার থেকে ওই ধ্বংসাবশেষের হদিস মিলেছে। তবে, আবহাওয়া প্রতিকূল থাকায় এখনও তা উদ্ধারের কাজ শুরু করা সম্ভব হয়নি। পাশাপাশি, ২ পাইলটও এখনও নিখোঁজ।


মঙ্গলবার সকাল  সাড়ে ১০টা নাগাদ অসমের তেজপুরে অবস্থিত সালোনিবাড়ি বিমানঘাঁটি থেকে ৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে বিমানটি দুই পাইলট সহ নিখোঁজ হয়ে যায়। অন্যদিনের মতই রুটিন উড়ানে বেরিয়েছিল সেটি।


কিন্তু সকাল ১১টা ১০ মিনিট নাগাদ আচমকা বিমানটির সঙ্গে গ্রাউন্ড সাপোর্টের রেডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


নিখোঁজ বিমানটির তল্লাশিতে সি- ১৩০ বিমান ছাড়াও অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং চেতক কপ্টার নিয়ে আকাশপথে তল্লাশি করা হয়।


পাশাপাশি, ভারতীয় বায়ু সেনার ৪টি দল, সেনাবাহিনীর ৯টি দল এবং স্থানীয় প্রশাসনের ২টি দল পায়ে হেঁটে সীমান্তবর্তী এলাকায় বিমানটির খোঁজ চালান।


বায়ুসেনার তরফে জানানো হয়, নিখোঁজ হওয়ার সময় বিমানটি বিশ্বনাথ জেলার গোহপুর মহকুমার অন্তর্গত ডুবিয়ার ওপর উড়ছিল। এই এলাকাটি ভারত চিন সীমান্তের খুব কাছাকাছি।


স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এ ব্যাপারে চিনের কোনও হাত রয়েছে কিনা। কিন্তু চিনা বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, এ নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।


অবশেষে শুক্রবার সকালে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মেলে। বায়ুসেনার মুখপাত্র উইং কম্যান্ডার অনুপম বন্দ্যোপাধ্যায় জানান, ধ্বংসাবশেষ ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে।


তা ঘন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। সেনার একটি হেবলিকপ্টারে করে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা ট্রেকিং করে দুর্ঘটনাস্থলে পৌঁছবেন। আবহাওয়া এতটাই প্রতিকূল যে, সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


অনুপম জাানন, শুধু বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারই নয়, তার ফ্লাইট ডেটা রেকর্ডার  এবং নিখোঁজ ২ পাইলটের তল্লাশিও অভিযানও চালাবে সেনা দল।


তিনি যোগ করেন, ধ্বংসাবশেষ মেলার পরই এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা।


দেশের প্রথম সারির যুদ্ধবিমান সুখোই ৩০ ২০০৯-এর ১৫ জুন তেজপুর বিমানঘাঁটিতে বহাল হয়। এই মুহূর্তে ৩৬-টির মত এয়ারক্র্যাফট সহ দুটি স্কোয়াড্রন তেজপুরে মোতায়েন হয়ে অরুণাচল প্রদেশের সীমান্ত পাহারা দিচ্ছে।