নয়াদিল্লি: অস্তিত্বের সংকটে ভুগছে শতাব্দীপ্রাচীন কংগ্রেস। আর কেউ নন, এই মন্তব্য করেছেন ইউপিএ আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকা ও দলের প্রথম সারির নেতা জয়রাম রমেশ। তাঁর কথায়, নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তার মোকাবিলা করতে গেলে কংগ্রেস নেতাদের এক যোগে চেষ্টা করতে হবে।
রমেশের কথায়, রোজকার গতানুগতিক মনোভাব নিয়ে মোদী-শাহর মুখোমুখি হওয়া যাবে না। তাই দলকে প্রাসঙ্গিক করে রাখতে চাইলে আচরণে নমনীয়তা থাকা ভাল।
এক সাক্ষাৎকারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, দল বিরাট বড় অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ১৯৭৭-এ জরুরি অবস্থার পর ভোটে হেরে কংগ্রেসের নির্বাচনী সঙ্কট হয়েছিল। একইরকম সঙ্কট হয় ১৯৯৬ থেকে ২০০৪-এ, যখন ক্ষমতার বাইরে ছিল তারা। কিন্তু আজ দলের অস্তিত্ব আদৌ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা কোনও নির্বাচনী সঙ্কট নয়। দল এখন সত্যি সত্যিই গভীর বিপদ দিয়ে যাচ্ছে।
নীতীশ কুমার যেভাবে বিরোধী জোট ছেড়ে এনডিএ-তে ফিরে গিয়েছেন, তা বিজেপি বিরোধী জোটকে বিশাল ধাক্কা দিয়েছে। এতে তিনি হতাশাগ্রস্ত কিন্তু দ্রুত এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে কারণ হাতে আর সময় নেই।
রমেশ আরও বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিজে থেকেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠবে বলে কংগ্রেসের ভাবনা ভুল। তাদের বুঝতে হবে তারা লড়ছে মোদী ও শাহর বিরুদ্ধে। তাঁরা ভাবেন অন্যভাবে, কাজ করেন অন্যভাবে। দলীয় নেতৃত্বের প্রতি অভিযোগের আঙুল তুলে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, শাহি আমল খতম হয়ে গিয়েছে কিন্তু আমাদের আচরণ এখনও সুলতানের মত। দলকে বুঝতে হবে, ভারত বদলে গিয়েছে। পুরনো স্লোগান আর কাজ করে না, পুরনো ফরমুলা, পুরনো মন্ত্রও একইভাবে অচল। দেশ বদলেছে, কংগ্রেসকেও বদলাতে হবে।
শাহি জমানা শেষ কিন্তু কংগ্রেসের আচরণ এখনও সুলতানের মত: দলের ক্ষয় সম্পর্কে বিস্ফোরক জয়রাম রমেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2017 12:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -