নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার পরবর্তী প্রধান হতে চলেছেন বাহিনীর পশ্চিমাঞ্চলের প্রধান ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ (এফওসি-ইন-সি) ভাইস অ্যাডমিরাল সুনীল লানবা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, আগামী ৩১ মে, বর্তমান প্রধান অ্যাডমিরাল রবিন ধওয়ান অবসর গ্রহণ করছেন। সেদিনই নতুন নৌ-প্রধান হিসেবে দায়িত্ব নেবেন লানবা। আগামী ২০১৯ সালের ৩১ মে পর্যন্ত তিনিই নৌসেনার দায়িত্ব সামলাবেন।

ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের এই প্রাক্তনী দেশের ২১ তম নৌ-প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। ৫৮ বছরের লানবা নেভিগেশন ও ডিরেকশন স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। নৌবাহিনীতে তিন দশকের কেরিয়ারে একাধিক রণতরীর সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে।

প্রথমদিকে তিনি কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘আইএনএস সিন্ধুদূর্গ’ এবং ফ্রিগেট শ্রেণির ‘আইএনএস দুনাগিরি’-তে নেভিগেশন অফিসার ছিলেন। পরবর্তীকালে চারটি যুদ্ধজাহাজ—মাইনসুইপার শ্রেণির ‘আইএনএস কাঁকিনাড়া’, ফ্রিগেট শ্রেণির ‘আইএনএস হিমগিরি’, ও ডেস্ট্রেয়ার শ্রেণির ‘আইএনএস রণবিজয়’ এবং ‘আইএনএস মুম্বই’ -এর কম্যান্ডিং অফিসারের দায়িত্বও সামলেছেন লানবা।

এছাড়া, নৌসেনার পশ্চিমাঞ্চলের ফ্লিট অপারেশনস অফিসার এবং বাহিনীর দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের নৌ-প্রধানের ভূমিকাও পালন করেছেন। পাশাপাশি, ফ্ল্যাগ অফিসার সি-ট্রেনিং, ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং মহারাষ্ট্র ও গুজরাত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কম্যান্ডান্টের পদও সফলভাবে সামলেছেন। অন্যসময়ে তিনি সেকান্দ্রাবাদের ডিফেন্স ম্যানেজমেন্ট কলেজে অধ্যাপনাও করেছেন।

গত ২০১৪ সালের জুন মাসে তাঁকে নৌ-উপপ্রধানের পদে উন্নীত করা হয়। বাহিনীতে তাঁর অসাধরণ কৃতিত্বের জন্য লানবাকে পরম বিশিষ্ট সেবা মেডেল (পিভিএসএম) এবং অতি-বিশিষ্ট সেবা মেডেল (এভিএসএম) সম্মানও পেয়েছেন।