নয়াদিল্লি: দেশব্যাপী উত্তাল পরিস্থিতি দলিত বিক্ষোভকে কেন্দ্র করে। কিন্তু সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক নির্দেশ ঘিরে বিক্ষোভে দলিতরা ফেটে পড়েছেন, তার সমর্থনে সাফাই দিলেন উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভড়। যোগী আদিত্যনাথের বিজেপি সরকারের শরিক এই নেতাও এই যুক্তি খাড়া করেছেন যে, তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের অপব্যবহার চলছে, নিরপরাধ লোকজনকে ফাঁসানো হচ্ছে।
গত ২০ মার্চ সর্বোচ্চ আদালত রায় দেয়, ওই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করতে হলে তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে। অ-সরকারি কোনও ব্যক্তিকেও গ্রেফতার করা যাবে এসএসপির সম্মতি থাকলেই সত্ সরকারি অফিসারদের যাতে এই আইনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ব্ল্য়াকমেল করা না যায়, তাঁদের বৈধ দায়িত্ব পালনের পথে বাধা না থাকে, সেজন্যই এই উদ্যোগ সুপ্রিম কোর্টের।
গ্রেফতারির ধারা শিথিল করে দেওয়ার চেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে আজ সাতটি রাজ্যে রাস্তায় নামে দলিতরা। বিরোধী রাজনৈতিক দলগুলিরও দাবি, আইনে গ্রেফতারির ধারা শিথিল করা হলে দলিতদের বিরুদ্ধে আরও বেশি অপরাধ, বৈষম্য হবে।

কিন্তু রাজভড়ের বক্তব্য, পণপ্রথা বিরোধী আইনের মতোই তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার বিরোধী আইনের চরম অপব্যবহার হচ্ছে।নিরপরাধ লোকজনকে এই আইনে জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসারের তদন্তের পরই মামলা রুজু করা উচিত এই আইনে। সুপ্রিম কোর্টের এই রায় পুরোপুরি সঠিক, যথাযথ।
আদিত্যনাথের এই মন্ত্রীর বক্তব্য, এই আইনে দোষীর অবশ্যই রেহাই পাওয়া উচিত নয়, কিন্তু যে নিরপরাধ, তার অযথা হেনস্থা, হয়রানিও বরদাস্ত করা যায় না।