নয়াদিল্লি: কর্নাটক ভোটে বিজেপি নেতা তথা মাইনিং ব্যারন জি জনার্দন রেড্ডিকে প্রচারের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। জনার্দনের ভাই সোমশেখর রেড্ডিকে বেল্লারিতে টিকিট দিয়েছে বিজেপি। ভাইয়ের হয়ে প্রচারে সেখানে যাওয়ার অনুমতি চেয়েছিলেন জনার্দন। কিন্তু বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চের নির্দেশ, তাঁকে অনুমতি দেওয়া হবে না। জর্নাদনের আবেদনে কোনও যু্ক্তি, সারবত্তা মেলেনি বলে জানিয়ে আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বেআইনি মাইনিং সংক্রান্ত একটি মামলায় বর্তমানে জামিনে বাইরে রয়েছেন জনার্দন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী জনার্দনের কৌঁসুলি আবেদন করেছিলেন, তাঁর মক্কেল ভোটও দিতে চান। সুতরাং তাঁর জামিনের শর্ত কিছুটা শিথিল করে ১০ দিনের জন্য তাঁকে বেল্লারি যেতে দেওয়া হোক। তবে শীর্ষ আদালত তাঁর আবেদনে সিলমোহর দিতে অস্বীকার করে জানিয়েছে, উনি জামিনে মুক্ত রয়েছেন। জামিনের শর্তে তাঁর বেল্লারি যাওয়ার কথা নয়। একটি সূত্রের দাবি, ভোটে তাঁর প্রচার করার প্রয়োজনই নেই বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, জনার্দনের বিরুদ্ধে দুর্নীতির মামলা ঝুলছে। তবে বিজেপি সভাপতি অমিত শাহ তাঁকে দলের 'সংশ্রব থেকে দূরে সরিয়ে দেওয়া' সত্ত্বেও নাকি তিনি ভাইয়ের হয়ে প্রচার করে যাচ্ছেন। এমনকী বিজেপির টিকিট পাওয়া সহযোগী ভি শ্রীরামুলুর হয়েও তাঁকে প্রচার চালাতে দেখা গিয়েছে বলে খবর।
২০০৯ সালে বেল্লারি ও অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে বেআইনি ভাবে আকরিক লোহা খননে দোষী সাব্যস্ত জনার্দনকে জেলে যেতে হয়। ২০১৫-র জানুয়ারি তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট।
কর্নাটক ভোটে ভাই বিজেপি প্রার্থী বেল্লারিতে, প্রচারে যাওয়ার আবেদন মাইনিং ব্যারনের, খারিজ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2018 05:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -