নয়াদিল্লি: অবশেষে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জামিন পেলেন চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পি চিদম্বরমের জামিন হয়েছে। গ্রেফতার হওয়ার ১০৫ দিন পর তাঁকে জামিন দেওয়া হল।

শর্ত সাপেক্ষ জামিনে আদালত বলে, আপাতত দেশ ছাড়তে পারবেন না চিদম্বরম। সাক্ষীদেরও প্রভাবিত করতে পারবেন না তিনি। তাছাড়াও মামলা সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে কিছু বলা যাবে না এবং মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলতে পারবেন না কংগ্রেস নেতা। আদালত চিদম্বরমকে তদন্তে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন।












দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেন চিদম্বরম। গত আঠাশে নভেম্বর এই মামলার রায় স্থগিত রাখে শীর্ষ আদালত। আইএনএক্স মিডিয়া মামলায় প্রথমে সিবিআই এবং পরে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একশোর দিনেরও বেশি তিনি রয়েছেন  তিহাড় জেলে।