নয়াদিল্লি: কারণটা খুব অদ্ভুত, কিন্তু সত্যি সত্যি ২০০টি পঞ্চাশ পয়সার কয়েন একত্রিত করে ফেলেছেন সুপ্রিম কোর্টের উকিলরা। আসলে এক আইনজীবীর পাশে দাঁড়াতেই তাঁদের এই চেষ্টা। গত ৬জুলাই সুপ্রিম কোর্ট, অ্যাডভোকেট রিপক  কানসলের ১০০ টাকার জরিমানা করা হয়।

কোর্ট রেজিস্ট্রির সময় ‘পিক অ্যান্ড চুজ’ নীতিতে মামলার তালিকা তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন কানসল। এর ফলে বহু মামলা মাসের পর মাস মুলতুবি হয়ে থাকছে। অন্যদিকে কিছু মামলা দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুনানির তারিখ নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে মুলতুবি থাকা মামলায় ডিলিং অ্যাসিস্ট্যান্টদের উপর অযথা চাপ সৃষ্টি হচ্ছে। আদালত, কাঁসলের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধ জরিমানা দায়ের করে জানিয়েছে ভুল মানুষমাত্রই হয়, অনেক সময় সেই সব মামলাই তালিকার শীর্ষে চলে আসছে যেগুলোয় সার্চিং বা অনুসন্ধান সংক্রান্ত কোনও বিভ্রান্তি নেই। সুতরাং, কানসলের বক্তব্য যুক্তিহীন। কোর্ট রেজিস্ট্রির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে দায়ের  কানসলের মামলা খারিজ করে ১০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে বহু আইনজীবী কানসলের পক্ষ নিয়ে এই জরিমানার প্রতীকী বিরোধ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে জনপ্রতি ৫০ পয়সা জমা করার সিদ্ধান্ত নেয়। এর দ্বারা অন্তত ২০০ জন আইনজীবীকে এই বিরোধিতায় শামিল করা যাবে, এমনটাই এর উদ্দেশ্য। সংগৃহীত কয়েনগুলির যোগফল ১০০ টাকা জরিমানা হিসেবে জমা করা হবে রেজিস্ট্রিতে।

এ ব্যাপারে কনসল বলেছেন, আমি খুশি। এটা আমার ব্যক্তিগত ইস্যু নয়।