Live Updates: বলরাম ও সুভদ্রার পর যাত্রা শুরু করল জগন্নাথের রথও

রথযাত্রা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি হয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Jun 2020 03:06 PM
রথযাত্রা উপলক্ষে আমার ভাই-বোনেদের শুভেচ্ছা। করোনা পরিস্থিতিতে জগন্নাথদেবের কৃপাদৃষ্টি আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি। জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
করোনা আবহে এবার পুরুলিয়া শহরে স্থগিত দেড়শো বছরের রথযাত্রা। এবছর রথের রশি টানা না হলেও, রীতি মেনে জগন্নাথ-সুভদ্রা ও বলরামকে পুজো করা হয়। রাধাগোবিন্দ মন্দিরে হয় পূজার্চনা। একসঙ্গে ৭ জন পুণ্যার্থীকে মন্দির চত্বরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর - করোনার জের। এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির রথযাত্রা স্থগিত।তবে রীতি মেনে মাঙ্গলিক উপাচার পালন করা হচ্ছে। রাজবাড়ির মন্দির থেকে বিগ্রহ এনে সুসজ্জিত রথে তোলা হয়। তবে রথের চাকা গড়াবে না। এরপর জগন্নাথকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি গুণ্ডিচাবাড়িতে। সেখানে পূজার্চনা হবে। ভিড় এড়াতে বিভিন্ন রাস্তায় পুলিশের ব্যারিকেড। চলছে নজরদারি।
করোনা আবহে এবার কোচবিহারে শতাব্দী প্রাচীন রথের চাকা গড়াবে না। রথে চড়ে এবার মাসির বাড়িতে যাচ্ছেন না মদনমোহন দেব। তার পরিবর্তে গাড়িতে চড়ে রওনা দেবেন তিনি। ভিড় এড়াতে প্রশাসনিক কড়াকড়ি।
কলকাতা: করোনা পরিস্থিতিতে মন্দিরের মধ্যেই রথযাত্রা পালন ইসকনের।
একজন সেবায়েতের করোনা রিপোর্ট পজিটিভ, তাঁকে রথযাত্রায় অংশ নিতে দেওয়া হয়নি, জানালেন ওড়িশার আইনমন্ত্রী: এএনআই
রীতি মেনে শঙ্করাচার্য আরতি করলেন প্রতিটি রথে। এরপর রাজার সেবা করার পালা।
রাজা গজপতি দিব্যসিংহ রীতি মেনেই সোনার ঝ্যাঁটা দিয়ে পরিষ্কার করবেন রথের সামনের রাস্তা। পালকি চড়ে বেরোলেন তিনি।
৬২৪ বছরে পা দিল হুগলির মাহেশের রথযাত্রা। রথ সাজানো হলেও, করোনা আবহে রশিতে টান পড়বে না। সকালে মন্দির থেকে বের করে বারান্দায় রাখা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। পুণ্যার্থীদের জন্য নিয়মের কড়াকড়ি। মন্দিরে মাস্ক পরে ঢোকা বাধ্যতামূলক। একসঙ্গে ১০ জনের বেশি পুণ্যার্থী পুজো দিতে পারবেন না। বিগ্রহ নয়, এবার রথের পাশে তিন পাক ঘুরিয়ে শালগ্রাম শিলাকে নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির চত্বরে অস্থায়ীভাবে তৈরি মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে।
করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উত্সব। গুজরাতের আমদাবাদে পুণ্যার্থীদের জমায়েত। নজরে এসেছে সামাজিক দূরত্ব-বিধি না মেনে রথের রশিতে টান দেওয়ার ছবি।
করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উত্সব। গুজরাতের আমদাবাদে পুণ্যার্থীদের জমায়েত। নজরে এসেছে সামাজিক দূরত্ব-বিধি না মেনে রথের রশিতে টান দেওয়ার ছবি।
আজ রথ, রাজ্য সরকারি কর্মীদের ছুটি। সামাজিক দূরত্ব মানার পরামর্শ নবান্নের। রথের দিনেই খুলছে তারপীঠ মন্দির। বসল স্যানিটাইজেশন টানেল। ঢোকা যাবে না গর্ভগৃহে।
যাঁরা রথ টানবেন, তাঁদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে, তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন। কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন, তাঁদের কোভিড টেস্ট ও মেডিক্যাল রিপোর্ট-এর তথ্য রাখতে হবে সরকারকে।
পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কার্ফু চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না। এক একটি রথের রশিতে ৫০০ জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত ১ ঘণ্টা বিরতি দিতে হবে।
করোনা আবহে আজ রথযাত্রা। পুরীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হয়েছে রথ। সেজে উঠেছে মন্দির। তবে প্রতিবছরের মতো এবার সমুদ্র শহর পুরীতে দেখা যাবে না ভিড়ের পরিচিত ছবি।

সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে রথযাত্রা পরিচালনা করবে। মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা।
করোনা আবহে আজ রথযাত্রা। পুরীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হয়েছে রথ। সেজে উঠেছে মন্দির। তবে প্রতিবছরের মতো এবার সমুদ্র শহর পুরীতে দেখা যাবে না ভিড়ের পরিচিত ছবি।

প্রেক্ষাপট

নয়াদিল্লি ও ভূবনেশ্বর : পূর্বেকার নির্দেশ সংশোধন করে  শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ‘কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে কাজ করবে, স্বাস্থ্য নিয়ে সব নির্দেশ পালন করতে হবে’,জানাল সুপ্রিম কোর্ট।

এর আগে এদিনের শুনানিতে শুধু পুরীতেই রথযাত্রার অনুমতি দেওয়ার ভাবনার কথা জানায় সুপ্রিম কোর্ট। ‘ওড়িশার অন্য জায়গায় অনুমতি নিয়ে বিবেচনা নয়,শুধু পুরীতেই রথযাত্রায় অনুমতি দেওয়া নিয়ে বিবেচনা করে দেখা হচ্ছে’ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ।


এদিনই রথযাত্রা প্রস্তুতি কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক।

রথযাত্রা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি হয়। করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে  পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়ে আদালতের পূর্বেকার নির্দেশের সংশোধনের আর্জি জানিয়ে দায়ের করা একাধিক আর্জির পরিপ্রেক্ষিতে এদিন শর্তসাপেক্ষে পুরীতে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

এ বিষয়ে দায়ের করা আর্জি সম্পর্কে নির্দেশ দিতে গিয়ে আদালত উল্লেখ করে যে, পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখলে রাজ্য যাত্রা বা উত্সব বন্ধ করতে পারে।  আদালত আরও বলেছে, পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ীই নির্দেশ দেওয়া হয়েছে।

‘এক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যর সঙ্গে কোনও সমঝোতা নয়’, এদিনের শুনানিতে আদালতে আশ্বাস দেন সলিসিটর জেনারেলের তুষার মেহতা।

তিনি বলেন, ‘পুণ্যার্থীদের ছাড়াই কাল রথযাত্রার অনুমতি দেওয়া হোক।রীতি মেনে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হোক।কাল না বেরোলে রীতি অনুযায়ী ১২ বছর রথ বেরোবে না’।

সুপ্রিম কোর্টে আবেদনে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনে একদিনের জন্য কার্ফু জারি করে রথযাত্রা করা হবে। করোনা নেগেটিভ সেবায়ত, পান্ডারা যোগ দিতে পারেন।লাইভ সম্প্রচার দেখেই আর্শীবাদ নিতে পারেন ভক্তরা।

কেন্দ্রের আবেদনকে সমর্থন করে ওড়িশা সরকারও।

এর আগে গত ১৮ জুন সর্বোচ্চ আদালত বলেছিল যে, সাধারণের মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এ বছরের রথযাত্রার অনুমতি দেওয়া যেতে পারে না। আর সেই ‘অনুমতি দেওয়া হলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না’।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.