নয়াদিল্লি: নেসলে ইন্ডিয়া ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) কে মজুত সাড়ে পাঁচশ টন ম্যাগি নষ্ট করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। মেয়াদ উত্তীর্ণ ওই ম্যাগি কোম্পানি ও খাদ্যর গুণমাণ নিয়ন্ত্রক সংস্থার হেফাজতে রয়েছে।


সারা ভারতে নেসলের ৩৯ টি জায়গায় ও  এফএসএসএআই-র কাছে লখনউতে ওই পরিমাণ ম্যাগি মজুত রয়েছে। বিচারপতি দীপক মিশ্র ও  বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চ সেগুলি দুই পক্ষে সহমতিক্রমে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী নষ্ট করার অনুমতি দিয়েছে।

নেসলের আইনজীবী জানিয়েছেন, এফএসএসএআই-এর চিহ্নিত সিমেন্ট কারখানায় ওই মজুত ম্যাগি পুড়িয়ে ফেলা হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ জুন ম্যাগির ওপর নিষেধাজ্ঞা জারির পর নেসলে ইন্ডিয়া তাদের পন্য ফিরিয়ে নেয়। ২০১৫-র ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮ হাজার টন ন্যুডলস ধ্বংস করেছে নেসলে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ফিরিয়ে নেওয়া ন্যুডলস নষ্ট করতে সম্মতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল নেসলে। তাদের যুক্তি ছিল, এভাবে মজুত থাকলে তা স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে।