নয়াদিল্লি:  মেডিক্যাল প্রবেশিকা বা নিট-এ চাই অভিন্ন প্রশ্নপত্র। সিবিএসইকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অভিন্ন মেডিক্যাল প্রবেশিকায় আঞ্চলিক ভাষায় ভিন্ন প্রশ্নপত্র করার জন্যে সিবিএসইকে ভর্ত্‍‍‍সনাও করেছে দেশের শীর্ষ আদালত।

এরপরই শীর্ষ আদালতের তরফে জানানো হয়, পরের বছর থেকে সমস্ত আঞ্চলিক ভাষাতেও একই প্রশ্নপত্র করতে হবে। প্রসঙ্গত, ২০১৭ সালের নিট পরীক্ষা যেটি গত ৭ মে হয়, সেখানে ইংরাজি ও হিন্দি ভাষায় একরকম প্রশ্ন ছিল, অন্যান্য আঞ্চলিক ভাষায় আলাদা প্রশ্ন করা হয়েছিল। এরপর সারা দেশজুড়েই পরীক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ পড়ুয়ারা কেউ কেউ আদালতের দ্বারস্ত পর্যন্ত হয়। আঞ্চলিক ভাষায় যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা দিয়েছে, তাদের অভিযোগ ছিল ইংরাজি ও হিন্দির চেয়ে অনেক বেশি কঠিন ছিল আঞ্চলিক ভাষার প্রশ্নপত্র। এই অভিযোগের ভিত্তিতে বেশ কিছু পড়ুয়ার দাবি ছিল ২০১৭ সালের নিট পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। যদিও সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। কারণ, সেক্ষেত্রে ছ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ত। এবছর ১১.৩৫ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ৬.১১ লক্ষ পরীক্ষার্থী নিট উত্তীর্ণ হয়েছে। এখন কাউন্সেলিংও চলছে।