নয়াদিল্লি:  আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। তাঁকে অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।  একইসঙ্গে কারনানের বক্তব্য প্রকাশ্যে না আনার জন্য সংবাদমাধ্যমকেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।





 



আজ সুপ্রিম কোর্টে সাত সদস্যের এক ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে বলেন আদালত অবমাননার দায়ে বিচারপতি সি এস কারনানকে যদি জেলে পাঠানো না হয়, তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। সাত সদস্যের ওই ডিভিশন বেঞ্চের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস.খেহার। তাঁর কথায় আদালত অবমাননা করার কারও কোনও অধিকার নেই।

এরপর গতকাল কারনানের বক্তব্য উল্লেখ করে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মনিন্দর সিংহ, সিনিয়র অ্যাডভোকেট কে.কে বেনুগোপাল এবং রুপিন্দর সিংহ সুরি শীর্ষ আদালতের রায়েকেই সমর্থন জানিয়ে বলেন কারনানের শাস্তির প্রয়োজন ছিল।

পয়লা মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ নির্দেশ দেয়, ৮ ফেব্রুয়ারির পর থেকে দেশের সমস্ত আদালত, ট্রাইবুনাল ও কমিশন বিচারপতি কারনানের কোনও নির্দেশ যেন কার্যকর না করে। এরপরও গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ সাত বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি সি এস কারনান। তার প্রেক্ষিতেই আজ তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।