নয়াদিল্লি: গঙ্গা ও যমুনা নদীকে ‘জীবন্ত মানুষের সমতুল্য’ বলে যে রায় দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট, তার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত ২০ মার্চ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল উত্তরাখণ্ড সরকার। সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি জে এস খেহর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে।
গঙ্গার তীরে পাথর খাদানের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হরিদ্বারের বাসিন্দা মহম্মদ সেলিম। তাঁর মামলার পরিপ্রেক্ষিতেই গঙ্গা ও যমুনাকে মানুষের মতো সবরকম অধিকার দেওয়ার কথা বলে হাইকোর্ট। দেহরাদুনের জেলাশাসককে ৭২ ঘণ্টার মধ্যে শক্তি খাল থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেয় আদালত। ওই অঞ্চলকে দখলমুক্ত না করতে পারলে জেলাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় হাইকোর্ট।
গঙ্গা, যমুনাকে জীবন্ত স্বীকৃতি: উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jul 2017 06:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -