নয়াদিল্লি: রাফাল রায় পুনর্বিবেচনা করা নিয়ে যে আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেই আবেদনে সাড়া দিল শীর্ষ ন্যায়ালয়। সোমবার ভারতের সর্বোচ্চ আদালত জানাল, আগামী ১০ মে এই শুনানি হবে। আদালত তার রায়ের পুনর্বিবেচনা নিয়ে আবেদনকারীর বক্তব্য শুনবে। একই সঙ্গে এও জানানো হয়েছে, ওই দিনই কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টিও শুনবে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। উল্লেখ্য, এই বিশেষ বেঞ্চের নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বিশেষ বেঞ্চে থাকবেন আরও দুই বিচারপতি এস কে কউল এবং কে এম জোসেফ।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসের ১৪ তারিখ রাফাল মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় পুনর্বিবেচনা করার জন্যই একাধিক আবেদন জমা পড়েছে শীর্ষ ন্যায়ালয়ের কাছে। সেই শুনানিই হবে আগামী শুক্রবার। সেদিনই রাফাল ইস্যুতে রাহুলের বক্তব্যে আদালত অবমাননার মামলাও শুনবে আদালত।
একই সঙ্গে এই দুই মামলার শুনানি হওয়ার বিষয়ে কিছুটা হতভম্ব হয়েছেন বিচারপতিরা। বিশেষ বেঞ্চের তরফে বলা হয়, “আমরা কিছুটা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায়। মামলা দুটি-র আবেদন ভিন্ন ভিন্ন দিনে করা হলেও একই দিনে দুটি মামলার শুনানি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।” আইনিজীবী প্রশান্ত ভূষণ বিশেষ বেঞ্চকে জানিয়েছেন, এই মামলায় তিনি সওয়াল জবাব করবেন এবং রাফাল নিয়ে সরকারি তথ্যের জন্য একটি আবেদনও করবেন। একই সঙ্গে সহযোগী মামলাকারি ও প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ শৌরিকেও যেন ভিন্ন মামলায় সওয়াল জবাবের সুযোগ দেওয়া হয়, সে বিষয়েও শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন তিনি।