নয়াদিল্লি: প্রিয়ঙ্কা চোপড়ার মেট গালা ইভেন্টের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসিয়ে এবং তা প্রচার করে বিপাকে পড়েছেন বিজেপি যুব মোর্চার সদস্যা প্রিয়ঙ্কা শর্মা। হাওড়ার দাশনগর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে প্রিয়ঙ্কা শর্মাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তিনি এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
এই গ্রেফতারির বিরুদ্ধেই শীর্ষ ন্যায়ালয়ের কাছে আবেদন জানালেন প্রিয়ঙ্কা। পশ্চিমবঙ্গে কর্মবিরতি চলার কারণেই সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রিয়ঙ্কার আইনজীবী এন কে কউল। ছুটিতে থাকা একটি বিশেষ বেঞ্চ মঙ্গলবার এই মামলা শুনবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্না এই মামলা শুনবেন।