নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর-এই চার দোষীর ফাঁসিই হচ্ছে। দিল্লি হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দোষীরা যে আর্জি জানিয়েছিল তা খারিজ করল সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার শুরুতেই বিচারপতি মন্তব্য করেন, এক ভয়াবহ অন্ধকার সময়ের মধ্যে আমরা রয়েছি।
রাম সিংহ নামে এই মামলার পঞ্চম অভিযুক্ত তিহাঢ় জেলে রহস্যজনকভাবে মারা যায়। এই মামলার ষষ্ঠ অভিযুক্ত যে অপরাধের সময় নাবালক ছিল, তাকে জুভেনাইল জাস্টিস বোর্ড তিন বছরের সংশোধনী জেলে পাঠায়। তবে ২০১৫-র নভেম্বরে সে ছাড়া পায়।
এদিন রায় ঘোষণার আগে সকাল থেকেই তুমুল কৌতুহল ছিল, শেষপর্যন্ত ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লিতে ভয়াবহ, নৃশংস গণধর্ষণের পাণ্ডাদের ফাঁসির সাজা বহাল থাকে কিনা তা নিয়ে।
নির্ভয়ার বাবা-মা বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, দোষীদের চরম সাজাই চান।
নির্ভয়ার ওপর যে অত্যাচার করা হয়েছে তাকে সুনামির মতোই ভয়াবহ আঘাত বলে অভিহিত করেন বিচারপতি। আদালত বলে, দোষীদের কোনও ভাবেই ক্ষমা করা যায় না।
নির্ভয়া ধর্ষণকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা বহাল সুপ্রিম কোর্টে
ABP Ananda, web desk
Updated at:
05 May 2017 02:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -