নয়াদিল্লি: আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় সফল প্রায় ৫০ হাজারের বেশি পড়ুয়াদের স্বস্তি। দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি-র ছাত্র ভর্তি প্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের আইআইটি প্রবেশিকা পরীক্ষা (অ্যাডভান্সড) বোনাস মার্ক দেওয়া নিয়ে আপত্তি সংক্রান্ত একটি পিটিশনের ভিত্তিতে গত ৭ জুলাই এই স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এরফলে কাউন্সেলিং পর্ব চলার মাঝপথেই সফল পরীক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছিল।


এদিন স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। যাতে কোনও ধোঁয়াশা না থাকে সেজন্য সর্বোচ্চ আদালত এ বিষয়ে কোনও আর্জি গ্রহণ না করতেও হাইকোর্টগুলিকে নির্দেশ দিয়েছে। কোনও আদালতে এ ব্যাপারে কোনও আর্জি বকেয়া থাকলে সে ব্যাপারে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

প্রবেশিকা পরীক্ষায় দুটি পত্রে ভুল প্রশ্নের জন্য ক্ষতিপূরণ হিসেবে বোনাস নম্বর দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। সমস্ত পরীক্ষার্থীকেই এই নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশ্নগুলির উত্তর কোনও পরীক্ষার্থী দেওয়ার চেষ্টা করুক, বা না করুক-সবাইকেই নম্বর বরাদ্দ হয়েছে। এ বছর পরীক্ষা নিয়েছিল আইআইটি মাদ্রাজ। তারাই বোনাস নম্বর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল।

পরীক্ষার্থী ঐশ্বর্য আগরওয়ালার আবেদনের ভিত্তিতে এর আগে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সমস্ত পরীক্ষার্থীকেই বোনাস ১৮ নম্বর দেওয়ার সিদ্ধান্তকে একতরফা ও ভুল হিসেবে আখ্যা দিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

বোনাস নম্বর দেওয়ার পর পরিসংখ্যান থেকে জানা গেছে, ১.৫৯ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৫০,৪৫৫ জন উত্তর্ণ হয়েছেন।  পিটিশনে বলা হয়েছে, গত বছর এই সংখ্যা ছিল  ৩৬,৫৬৬।