সুরাট: গুজরাতের সুরাটের ব্যবসায়ী মহেশ সাভানি জানিয়ে দিলেন, ছত্তিশগড়ে শহিদ হওয়া ২৫ সিআরপিএফ জওয়ানের ছেলেমেয়ের পড়াশোনার খরচ বহনে তিনি ইচ্ছুক। সময়ে তাদের বিয়েও দেবেন তিনি। কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ৩ সেনা কর্মীর পরিবারের কাছেও তিনি এই প্রস্তাব রেখেছেন।
মহেশ সাভানি পেশায় নির্মাণ ব্যবসায়ী, পি পি সাভানি গ্রুপের মালিক। গত বছর কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের সন্তানদের জন্যও আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি।
সাভানি বলেছেন, সেনাকর্মীরা যখন দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করছেন, তখন সমাজেরও উচিত তাঁদের সন্তানদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা। তাই ছত্তিশগড় ও কাশ্মীরে শহিদ হওয়া সেনাকর্মীদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দেবেন তিনি। মেয়েরা বড় হলে তাদের বিয়ের খরচও দেবেন।
উরিতে শহিদ এক জওয়ানের মেয়ের বিয়ে সাভানি দিচ্ছেন এই দীপাবলীতেই। বিহারে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন তিনি।
২৪ তারিখ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ২৫জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়, গতকাল কাশ্মীরের কুপওয়াড়ায় জঙ্গি হামলায় শহিদ হন ৩ সেনাকর্মী।
সাভানি জানিয়েছেন, এই ২৮জন শহিদের পরিবারকে অর্থ সাহায্য করার জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সব তথ্য জোগাড় করা শুরু করেছেন তিনি। তাঁদের ছেলেমেয়েরা যে সব স্কুলে পড়ে, সেখানেও তিনি যোগাযোগ করছেন, যাতে সরাসরি প্রতি বছর তাদের পড়াশোনার খরচ দিতে পারেন।
এই ব্যবসরায়ী জানিয়েছেন, আর্থিক দিক থেকে নিশ্চিন্ত হওয়ার ফলে অনেক শহিদ পরিবারই তাদের ছেলেমেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করেছে, কারণ পড়ার খরচ জোগানোর চিন্তা থেকে মুক্তি পেয়েছে তারা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ছত্তিশগড়, কাশ্মীরের শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনা, বিয়ের খরচ দেবেন সুরাটের এই ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 01:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -