নয়াদিল্লি: রবিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্রেনে নয়া ভিস্টাডোম কামরার উদ্বোধন করলেন। নয়া এই কামরায় থাকবে কাঁচের ছাদ, জিপিএস নির্ভর তথ্য-প্রযুক্তি ব্যবস্থা, এলইডি আলো এবং রোটেটিং চেয়ার।
নয়া কামরা নিয়ে এই ট্রেন রবিবার চলেছে বিশাখাপত্তনম এবং আরাকু ভ্যালির মধ্যে। রবিবার ভুবনেশ্বর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যাত্রীদের বলেন, ভিস্টাডোম কামরায় এখন থেকে তাঁরা যাত্রার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য্যও উপভোগ করতে পারবেন। এছাড়া যন্ত্রচালিত লন্ড্রিও থাকবে এবার থেকে ট্রেনে। রেলমন্ত্রীর দাবি, এরফলে এখন থেকে অনেক উন্নতমানের ধবধবে পরিষ্কার চাদর পাওয়া যাবে ট্রেনে। তাঁর আশা, উচ্চমানের পরিষেবা পেয়ে খুশিই হবেন যাত্রীরা।
গরীবদের স্বার্থে কোঙ্কান শাখায় সিন্ধুদূর্গ লাইফলাইন এক্সপ্রেস চালু করেছেন প্রভু।
আসছে রেলের নতুন কামরা, থাকবে কাঁচের ছাদ, জিপিএস, এলইডি আলো, রোটেটিং চেয়ার, উদ্বোধন করলেন প্রভু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2017 04:46 PM (IST)
ছবি সৌজন্যে রেলমন্ত্রী সুরেশ প্রভুর টুইটার অ্যাকাউন্ট
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -