নয়াদিল্লি:দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা সত্ত্বেও অসুস্থ পাক নাগরিকদের চিকিত্সার জন্য ভারতে আসার আবেদনে মানবিক কারণে সাড়া দিচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর কাছে আর্জি জানিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন পাক নাগরিক মেডিক্যাল ভিসা পেয়েছেন। এবার আরও এক অসুস্থ পাক শিশুর মেডিক্যাল ভিসার আর্জি মঞ্জুর করলেন স্বরাজ। চোখের ক্যানসারে আক্রান্ত পাঁচ বছরের এক শিশুকন্যাকে চিকিত্সার জন্য ভারতে আসার জন্য অবিলম্বে মেডিক্যাল ভিসা দিতে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিয়েছেন স্বরাজ। ট্যুইটার মারফত্ এ কথা জানিয়েছেন তিনি।  আনামতা ফারুখ নামে ওই শিশুর বাবা-মা এ জন্য ভারতের বিদেশমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন।

স্বরাজ আরও জানিয়েছেন, হাড়ের মজ্জা প্রতিস্থাপনের জন্য আরও এক পাক শিশুকে ভিসা দেওয়া হচ্ছে। শেহরিয়র নামে ওই শিশুটির দ্রুত আরোগ্যও কামনা করেছেন স্বরাজ।

বিদেশমন্ত্রী জানিয়েছেন, লিভার প্রতিস্থাপনের জন্য আরও দুই পাক নাগরিককে মেডিক্যাল ভিসা দেওয়া হচ্ছে।