নয়াদিল্লি: জামাইকায় ডাকাতদের হাতে খুন হওয়া এক ভারতীয় নাগরিকের পরিবারের পাশে দাঁড়ালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মহারাষ্ট্রের বাসিন্দা রাকেশ তালরেজা নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধেয় জামাইকার রাজধানী কিংস্টনে খুন হয়েছেন।

মহারাষ্ট্রের ভাসাইয়ের বাসিন্দা রাকেশ স্থানীয় ক্যারিবিয়ান জুয়েলার্সে সেলসে কাজ করতেন। কাজ শেষে ফেরার সময় মালিকের চাহিদা মেনে দোকানের কিছু টাকা প্রতিদিন কর্মীদের বাড়ি নিয়ে যেতে হত, যাতে দোকানে চুরি না হয়। বৃহস্পতিবার সন্ধেয় একদল সশস্ত্র ডাকাত রাকেশের বাড়িতে হামলা চালায়। আরও দুই ভারতীয়ের সঙ্গে থাকতেন তিনি। ডাকাতরা বন্দুক দেখিয়ে তাঁর দুই রুমমেটের কাছ থেকে টাকা ও সেলফোন লুঠ করে। তারপর রাকেশের ঘরে ঢুকে তাঁর ফোন কেড়ে নেয়। এতেই না থেমে তাঁর পিঠে তিনবার গুলি করে তারা। বাড়ি থেকে পালানোর সময় গুলি করে তাঁর রুমমেটদেরও।

রাকেশকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর রুমমেটদের চিকিৎসা চলছে।

বিষয়টি জেনে টুইট করে তালরেজা পরিবারকে সমবেদনা জানিয়েছেন সুষমা স্বরাজ। ঘটনার সম্পূর্ণ রিপোর্ট চেয়েছেন। ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিয়েছেন, যাতে আহত ভারতীয়দের চিকিৎসার সম্পূর্ণ খেয়াল রাখা হয়।