নয়াদিল্লি: ভারতে আসার পথে আচমকা মৃত্যু হওয়া ব্যক্তির মাকে ছেলের দেহ ফিরিয়ে আনার আশ্বাস দিলেন সুষমা স্বরাজ।


খবরে প্রকাশ, মায়ের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ভারতে আসার পথে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর বিমানবন্দরে আচমকা অসুস্থ হয়ে মারা যান এক ব্যক্তি। এই খবর পেয়ে মৃতের এক বন্ধু বিদেশমন্ত্রীর সাহায্য চেয়ে তাঁর কাছে টুইটারে আবেদন করেন। বলেন, তাঁর বন্ধুর মা বিমানবন্দরে ছেলের মৃতদেহ নিয়ে সমস্যায় পড়েছেন। ফিরিয়ে আনতে পারছেন না।


https://twitter.com/rameshkumar132/status/951203995938271232

এরপরই, জবাব দেন সুষমা। সবরকম সাহায্যের আশ্বাস দেন। বলেন, কুয়ালা লামপুরে নিযুক্ত ভারতীয় হাই কমিশন সরকারের খরচে মৃতদেহকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। পরে আরেকটি টুইটে তিনি বলেন, ভারতীয় হাই কমিশনের এক আধিকারিক মা ও তাঁর মৃত ছেলের দেহকে এসকর্ট করে চেন্নাইতে নিয়ে আসছেন। একইসঙ্গে, নিহতের পরিবারকে গভীর সমবেদনাও জানান বিদেশমন্ত্রী।


https://twitter.com/SushmaSwaraj/status/951313734609154048

https://twitter.com/SushmaSwaraj/status/951508166029684736