নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক বিষয়ে তীব্র দ্বৈরথ ও বিবাদ থাকা সত্ত্বেও প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা মেডিক্যাল ভিসার অনুরোধ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করে তা চটজলদি অনুমোদন দেওয়া কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন সুষমা স্বরাজ।


গত দুদিনে ২ পাক নাগরিককে চিকিৎসার জন্য এদেশে আসার মেডিক্যাল ভিসা অনুমোদন করলেন বিদেশমন্ত্রী। সম্প্রতি, দুবাই-নিবাসী  পাক নাগরিক তৌকির আলি সুষমাকে জানান, তাঁদের ছেলের একটি হৃদযন্ত্রের বিরল সমস্যা (সিসিটিজিএ) রয়েছে। যে কারণে, অবিলম্বে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন।


https://twitter.com/TouqeerAli85/status/929401453378265090

তৌকির এ-ও জানান, এধরনের সার্জারি পাকিস্তানে কখনই হয়নি, এমনকী আরব আমিরশাহীতেও হালে হয়নি। তিনি যোগ করেন, ভারত এই বিশেষ ধরনের সার্জারির বিশেষজ্ঞরা ভারতে রয়েছেন। তাই তাঁদের মেডিক্যাল ভিসা মঞ্জুর করা হোক। তৌকির জানান, তাঁরা গত ১৮ সেপ্টেম্বর ভিসার আবেদন করেছেন।


https://twitter.com/TouqeerAli85/status/928270506880589824

তৌকির তাঁর এই অনুরোধ শনিবার রাত ১১টা নাগাদ সুষমা স্বরাজের টুইটার পেজে করেন। পরের দিন সকাল, অর্থাৎ, রবিবার সকাল ৯টা নাগাদ সুষমা ওই টুইটের জবাব দেন। লেখেন, চিন্তা করবেন না। আপনার ছেলের সার্জারির জন্য আমি আপনাদের মেডিক্যাল ভিসা দিতে বলেছি।


https://twitter.com/SushmaSwaraj/status/929554134109339648

জবাব মেলার পরই, বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানান তৌকির। তিনি বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার জবাব পেয়ে আমরা নিশ্চিন্ত হলাম। সত্যি, ঈশ্বর আপনাকে আমাদের মতো মানুষের সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।


https://twitter.com/TouqeerAli85/status/929566159334191104

https://twitter.com/TouqeerAli85/status/929972620858155008

এর আগে, করাচির বাসিন্দা মহম্মদ তালহা তাঁর বাবার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশমন্ত্রকের কাছে মোডিক্যাল ভিসার জন্য আবেদন করেছিলেন। গত শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেন সুষমা। একইভাবে, গতমাসেও পাক মহিলা শাফিকা বানোর স্বামীর লিভার প্রতিস্থাপনের জন্য এদেশে আসার মেডিক্যাল ভিসা দেন সুষমা স্বরাজ।