নয়াদিল্লি: ফের মানবিকতার নজির বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। পাকিস্তানের সাত বছর বয়সি এক অসুস্থ মেয়ের জন্য মেডিক্যাল ভিসা মঞ্জুর করলেন তিনি। মেয়েটির ওপেন হার্ট সার্জারি করতে হবে। তার জন্য ভারতে আসবে সে। ট্যুইট করে নিজেই এ কথা জানিয়েছেন সুষমা।


মাহা শোয়েব নামে অসুস্থ মেয়েটির মা নিদা শোয়েব এ মাসের ১৯ তারিখ থেকে ট্যুইট করে সুষমা ও ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের কর্তাদের কাছে ভিসার আবেদন জানাচ্ছিলেন। গত সপ্তাহে ট্যুইট করে দুর্গা পূজার পবিত্র দিনে ভিসা মঞ্জুর করার জন্য সুষমার কাছে আবেদন জানান নিদা। তাঁর সেই আবেদন মঞ্জুর করেছেন সুষমা।


এর আগেও একাধিকবার ট্যুইটারের মাধ্যমে খবর পেয়ে বিদেশিদের ভিসার ব্যবস্থা, বিদেশে সমস্যায় পড়া ভারতীয়দের সাহায্য করেছেন সুষমা। এ বছরের ১৫ অগাস্টও তিনি এক পাকিস্তানির মেডিক্যাল ভিসা মঞ্জুর করেন। এবার ছোট্ট মেয়েটিরও মেডিক্যাল ভিসার ব্যবস্থা করলেন ভারতের বিদেশমন্ত্রী। এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নিদা।