নয়াদিল্লি: সুষমা স্বরাজের থেকে আর নিজের পারিশ্রমিক নেওয়া হল না ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের আইনজীবী হরিশ সালভের। অগস্টেই আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় দিল্লির জয় ছিনিয়ে এনেছেন আইনজীবী হরিশ। ভারতীয় প্রাক্তন নৌসেনার সঙ্গে দেশের কূটনৈতিকদের দেখা করার সুযোগ এবং কুলভূষণের ফাঁসির সাজা পুনর্বিবেচনা করার আদেশ ইসলামাবাদকে, এই দুই-ই আদায় করে নিয়েছিলেন এই ভারতীয় আইনজীবী। আন্তর্জাতিক আদালতের রায় ভারতের পক্ষে যাওয়ায় আইনজীবী সালভেকে ব্যক্তিগতভাবে অভিবাদন জানিয়েছিলেন সুষমা স্বরাজ। গত মঙ্গলবার কথাও হয় দুজনের মধ্যে। রাত পৌনে ৯টা নাগাদ ফোনালাপে হরিশ সালভেকে তাঁর সঙ্গে দেখা করার কথা বলেন সুষমা। একই সঙ্গে তাঁর বকেয়া ফি নিয়ে যাওয়ার কথাও বলেন। আইনজীবী হরিশও জানান, তিনি খুব শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করে সেই ‘মহামূল্যবান পারিশ্রমিক’ নিয়ে যাবেন।





সেটাই শেষবার। তারপর আর কথা হয়নি তাঁদের। আর কথা হবেও না। ৭টা ২৩ মিনিটে শেষ ট্যুইট। যেখানে সংবিধান থেকে আর্টিকেল ৩৭০ বিলোপে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন সুষমা স্বরাজ। তার ঠিক দেড় ঘণ্টা পর  ৮টা ৫০ মিনিট নাগাদ হরিশ সালভের সঙ্গে ফোনে কথা। আর তার ঠিক এক ঘণ্টা সময়ের মধ্যেই চিরনিন্দ্রায় চলে গেলেন অলট বিহারী বাজপেয়ীর ভাবশিষ্যা সুষমা স্বরাজ। ৬৭ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। রাজনৈতিক মহলে শোকের ছায়া।