নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে হিন্দিকে একটি সরকারি ভাষা করার জন্য ভারত যাবতীয় ব্যয়ভার বহন করতে প্রস্তুত বলে জানালেন সুষমা স্বরাজ। লোকসভায় বুধবার প্রশ্নোত্তর পর্বে এক বিজেপি সাংসদ জানান, হিন্দিকে রাষ্ট্রপুঞ্জে সরকারি ভাষাগুলির একটি করতে হলে ভারতকে ৪০ কোটি টাকা দিতে হবে। সুষমা তখন বলেন, সরকার এজন্য প্রয়োজন হলে ৪০০ কোটি টাকা খরচ করতেও প্রস্তুত, কিন্তু রাষ্ট্রপুঞ্জের বর্তমান নিয়মই হিন্দির এমন স্বীকৃতি অর্জনের রাস্তায় বাধা।
তিনি জানান, রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুসারে মোট ১৯৩টি সদস্য দেশের দুই তৃতীয়াংশের অর্থাত ১২৯টির সমর্থন প্রয়োজন। এছাড়া সব সদস্য দেশকে হিন্দিকে রাষ্ট্রপুঞ্জের একটি সরকারি ভাষা করে তোলার খরচ বহন করতে হবে। দুই তৃতীয়াংশ দেশের সমর্থন পাওয়া কঠিন হবে না। কিন্তু ব্যয়ভার বহনের প্রশ্ন উঠলেই ছোট ছোট দেশগুলির দ্বিধা দেখা যায়, যা হিন্দির রাষ্ট্রপুঞ্জের একটি সরকারি ভাষার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে তা সত্ত্বেও চেষ্টা চলছে।
কিন্তু কংগ্রেস সাংসদ শশী তারুর পাল্টা প্রশ্ন তোলেন, হিন্দিকে রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষা করার চেষ্টাই বা ভারত কেন করবে, কেননা তা শুধু ভারতের সরকারি ভাষা, জাতীয় ভাষা নয়। তিনি বলেন, কাল তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গের কেউ দেশের প্রধানমন্ত্রী হলে কেন তাঁকে রাষ্ট্রপুঞ্জে হিন্দিতে ভাষণ দিতে বাধ্য করা হবে। তারুর এও বলেন, হিন্দি শুধুমাত্র একটি দেশ অর্থাত্ ভারতের সরকারি ভাষা। তবে তারুরের বক্তব্যের পাল্টা সুষমা বলেন, উনি জানেন না, হিন্দি ফিজির সরকারি ভাষা। তাছাড়া, হিন্দির ব্যাপক ব্যবহার আছে মরিশাস, সুরিনাম, ত্রিনিদাদ, টোবাগো ও আরও অনেক দেশে।
রাষ্ট্রপুঞ্জে হিন্দিকে সরকারি ভাষা করা নিয়ে সংসদে সুষমা-তারুর বাকযুদ্ধ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jan 2018 08:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -