নয়াদিল্লি: তিনি ক্ষুব্ধ, বুঝিয়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী। রঘুরাম রাজনের পর কেন্দ্রের সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) অরবিন্দ সুব্রহ্মণ্যমের বরখাস্তের দাবি তুলে কোনও সাড়াই পাননি। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি উড়িয়ে জানিয়ে দিয়েছেন, সিইএ-র ওপর পূর্ণ আস্থা আছে সরকারের। সময়ে সময়ে তাঁর কাছ থেকে সরকার মূল্যবান পরামর্শই পেয়েছে। কিন্তু জেটলি এভাবে তাঁর নিশানা হয়ে ওঠা অরবিন্দের পাশে দাঁড়ানোর পরও হেলদোল নেই স্বামীর।
আজ সকালে এই বিজেপি নেতা বলেছেন, অতীতে ভারতের স্বার্থ ক্ষুন্ন করার চেষ্টার পরও সরকার যদি তাঁকে দেশপ্রেমিক বলে মনে করে, তাহলে তিনি দাবি ‘স্থগিত রাখবেন’! তাঁর ট্যুইটটি হল এইরকম, ‘ভারতীয়? যদি এমন কেউ, বিদেশে যেখানে কাজ করেন, তাদের ভারতকে শিক্ষা দেওয়ার পরামর্শ দেওয়ার পরও রেহাই পেয়ে যান, তাহলে আমি দাবি স্থগিত রাখছি’। ট্যুইটে স্বামী এও লিখেছেন, ‘মার্কিন কংগ্রেসকে এ এস (অরবিন্দ সুব্রহ্মণ্যম): ভারতীয় কোম্পানি ও রপ্তানিকারকদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে ভারতের ওপর দরজা খুলে দেওয়ার জন্য চাপ আরও বাড়বে। ১৩.৩.১৩!’
গতকালই অরবিন্দের বরখাস্তের দাবি তুলে শোরগোল ফেলে দেন স্বামী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রকে যোগদানের আগে ওয়াশিংটনে আইএমএফের অর্থনীতিবিদ পদে থাকাকালে ভারতের স্বার্থবিরোধী কাজ করেছিলেন অরবিন্দ।
স্বামী আরও ট্যুইট করেছেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার যদি বলে, আমরা এএস সম্পর্কে সব জানি, কিন্তু তিনি আমাদের সম্পদ, তবে আমি দাবি স্থগিত রেখে সত্যি প্রমাণিত হওয়ার জন্য অপেক্ষা করব’।
প্রধান আর্থিক উপদেষ্টাকে বরখাস্তের দাবি ‘স্থগিত’ রাখছেন স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2016 09:03 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -