নয়াদিল্লি: কিডনির রোগে আক্রান্ত এক পাক মহিলার স্বামীর ভারতে চিকিত্সার জন্য ভিসার আর্জি মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ট্যুইটারের মাধ্যমে নিজের অসুস্থ স্ত্রী নীলমার ছবি পোস্ট করে গফ্ফর খান নামে ওই পাক নাগরিক স্বরাজের কাছে ভিসার আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা এখন হাসপাতালে। আমার স্ত্রী চরম অসুস্থ। আমার পরিবারকে বাঁচান। অনুগ্রহ করে ভিসা মঞ্জুর করুন।

এই ট্যুইটের পরই সুষমা জানিয়েছেন, ওই পাক মহিলাকে ভিসা দেবে সরকার। তিনি নীলমা গফ্ফরকে ভিসা দেওয়ার জন্য বিদেশমন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিক পাক নাগরিকের চিকিত্সার জন্য ভারতে আসার ভিসার আর্জি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছেন স্বরাজ। দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ততা থাকলেও সীমান্তের ওপারের অসুস্থ মানুষদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

গতকালই এক বছরের এক পাক শিশু কন্যাকে ভারতে ওপেন হার্ট সার্জারির জন্য মেডিক্যাল ভিসা দেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাজ।

গত সোমবার যকৃতের রোগে আক্রান্ত এক পাক নাগরিকের সাহায্যে এগিয়ে এসেছিলেন বিদেশমন্ত্রী। ওই পাক নাগরিককেও মেডিক্যাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বরাজ।