নয়াদিল্লি: আড়াই বছরের সন্তান হৃদরোগে ভুগছে। চিকিত্সার জন্য ভারতে আসতে চান ওই শিশুর পাকিস্তানি বাবা। এ জন্য ভিসা চেয়ে ট্যুইটারের মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছিলেন তিনি। নিরাশ করেননি বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, ‘ওই শিশুটির চিকিত্সার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। পাকিস্তানে ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করুন। আমরা মেডিক্যাল ভিসা দেব’।
বিদেশমন্ত্রীর এই আশ্বাসে খুশি ওই পাক পিতা। তিনি লিখেছেন, আমার অনুভূতি প্রকাশের ভাষা নেই। আমার ও আমাক ছেলের জন্য যা করলেন তাতে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমি ভারত সরকারের প্রশংসা করছি।