নয়াদিল্লি: টোকিওতে মৃত ভারতীয় নাগরিকের দেহ দেশে ফিরিয়ে আনতে সাহায্য করবে কেন্দ্র। এমনই প্রতিশ্রুতি দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
সুষমা নিজে অসুস্থ। হাসপাতালে শয্যাশায়ী। সম্প্রতি কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়েছে তাঁর। তা সত্ত্বেও, তিনি সমস্যা-পীড়িত প্রবাসী ভারতীয়দের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।
ঘচনায় প্রকাশ, অম্বেডকর নগরের বাসিন্দা গোপাল রাম (৪৮) গত বছরের সেপ্টেম্বর মাসে কাজের খোঁজে জাপানের রাজধানী গিয়েছিলেন।
জানা যায়, টোকিওর একটি হোটেলে রাধুঁনির কাজ করতেন গোপাল। কিন্তু, তিনমাসের মাথায় চাকরি থেকে বরখাস্ত হন গোপাল। তখন তিনি একটি দোকানে কাজ শুরু করেন।
কিন্তু, আর্থিক অনটনের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত ১০ ডিসেম্বর এক সহকর্মী তাঁর পরিবারকে ফোনে জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গোপাল।
এরপর বাবার দেহ জাপান থেকে ফেরত আনার জন্য জাপানে ভারতীয় দূতাবাস এবং বিদেশমন্ত্রকের দ্বারস্থ হন মৃত গোপালের ছেলে যতীন।
কিন্তু, সেখান থেকে যে কাগজপত্রের দাবি করা হয়, তা তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন ছিল। যতীন জানান, তাঁদের সেই সঙ্গতি ছিল না।
এরপরই দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হয় গোপালের স্ত্রী রাধা দেবী। ডিসিডব্লু প্রধান স্বাতচী মালিয়াল ঘটনার বিবরণ শুনে সুষমা স্বরাজের সঙ্গে যোগাযোগ করেন।
চিঠিতে তিনি লেখেন, (গোপালের) পরিবার ভীষণই সমস্যায় পড়েছে। আপনার সাহায্য চায়। আমরা সকলেই জানি আপনি এধরনের সমস্যা সমাধানে উদ্যোগ নেন। এক্ষেত্রেও আপনার সাহায্য প্রার্থনা করি।
হাসপাতালের বিছানায় শুয়েই টুইটারের মাধ্যমে জবাব দেন সুষমা। লেখেন, অবিলম্বে গোপালের দেহ দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করবে ভারত সরকার। এমনকী, সব খরচও বহন করা হবে বলে আশ্বাস দেন তিনি।